Recent News

  • !! ভর্তি চলছে !! '' !! ভর্তি চলছে !! '''' !! ভর্তি চলছে !! ইমেজ পলিটেকনিক ইন্সটিটিউট, রংপুর এ ২০২২/২৩ সেশনে ভর্তি চলছে.......

    ইমেজ পলিটেকনিকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে (২০২২- ২০২৩ শিক্ষাবর্ষ) সরাসরি ভর্তি কার্যক্রম চলছে। বর্তমানে প্রতিষ্ঠানটি নিজস্ব ক্যাম্পাসে ছয়টি টেকনোলজি নিয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। আমাদের টেকনোলজি সমূহ : (১)সিভিল টেকনোলজি (২)ইলেকট্রিক্যাল টেকনোলজি। (৩)কম্পিউটার টেকনোলজি (৪)মেকানিক্যাল টেকনোলজি। (৫)টেক্সটাইল টেকনোলজি (৬)গার্মেন্টস ডিজাইন টেকনোলজি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট কেন বেছে নিবেন? নিজস্ব ক্যাম্পাসে বৃহত্তর রংপুর বিভাগের সর্বপ্রথম ও সর্ববৃহৎ শীতাতপ নিয়ন্ত্রিত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ; ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট সেরা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের মধ্যে অন্যতম। আমরা শিক্ষার্থীদের শুধু একটি সার্টিফিকেট নয়, তাদের সুশিক্ষায় শিক্ষিত করে সফলতার সঙ্গে ক্যারিয়ার গঠনে কাজ করে যাচ্ছি সুদীর্ঘ ১২ বছর থেকে। সকল ছাত্র-ছাত্রীদের ১০০% সেমিস্টার ফি মওকুফ এবং প্রতি সেমিস্টারে ৪০০০/- টাকা করে মোট ৩২,০০০/- টাকা সরকারি বৃত্তি প্রদান করা হয়। সকল ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে ক্লাসে ১০০% উপস্থিতিতে ৬০০০/- টাকা বৃত্তি করে মোট ৪৮,০০০/- টাকা বৃত্তি প্রদান করা হয়। এছাড়া সকল ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বোর্ড পরীক্ষার রেজাল্টের উপর ইমেজ পলিটেকনিক কর্তৃক মেধা বৃত্তি ব্যবস্থা। এছাড়াও ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপাশি প্রতিষ্ঠান কর্তৃক খন্ডকালীন উপার্জনের সুবিধা রয়েছে। আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যঃ * মনোরম পরিবেশ বিশিষ্ট নিজস্ব বহুতল ক্যাম্পাস। * মানসম্পন্ন শিক্ষক দ্বারা পাঠদান *কারমাইকেল কলেজ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত মনোরম পরিবেশে শিক্ষাদান * অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ আধুনিক ল্যাব। * ছাত্র-ছাত্রীদের ফ্রিতে পড়ালেখার সুযোগ। * সকল ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে তিন ক্যাটাগরিতে বৃত্তির সুযোগ। * তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা। * সুসজ্জিত আধুনিক লাইব্রেরি। * পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন উপার্জনের সুবিধা। * সার্বক্ষণিক ইন্টারনেট ফেসিলিটি। * প্রতি ডিপার্টমেন্টের আলাদা আলাদা ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব। * বিভিন্ন ট্রেডে SKILL সার্টিফিকেট প্রদান। * ডিপ্লোমা শেষে আমাদের শিক্ষার্থীরা ডুয়েট এবং বিটেক এর মত স্বনামধন্য প্রতিষ্ঠান উচ্চ শিক্ষা গ্রহণ করছে * ভর্তির যোগ্যতাঃ @এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান/ মানবিক/ ব্যবসায় শিক্ষা/ দাখিল/ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি হতে ন্যূনতম ২.০০ জিপিএ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক ঘোষিত ভর্তির নিয়মাবলী অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। @এইচএসসি বিজ্ঞান শাখা হতে পাশকৃত শিক্ষার্থীরা সরাসরি তৃতীয় পর্বে এবং এইচএসসি ভোকেশনাল শাখা হতে পাশকৃত শিক্ষার্থীরা সরাসরি চতুর্থ পর্বে ভর্তির সুযোগ পাবে। ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তসমূহঃ ০১. এসএসসির মূল নম্বরপত্র। ০২. শিক্ষা প্রতিষ্ঠান প্রশংসা পত্রের ফটোকপি। ০৩. ভর্তির সময় শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার এবং প্রতিষ্ঠান ও রাজনৈতিক পরিবেশ রক্ষার অঙ্গীকার নামা প্রদান করতে হবে। অনলাইন এ এডমিশন নিতে ক্লিক করুন: http://image.edu.bd/Admission.php আমাদের ওয়েবসাইটে সমস্ত ছবি দেখতে নিচের লিংকে ক্লিক করুন....... http://image.edu.bd/gallery.php এছাড়াও আমাদের রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ICT মন্ত্রণালয় কতৃক সনদপ্রাপ্ত দক্ষ প্রশিক্ষক দ্বারা পরিচালিত ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কোর্স সমূহঃ ১. কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (৩ মাস ও ৬ মাস) ২. ডিপ্লোমা ইন কম্পিউটার (১ বছর – ২ সেমিস্টার) ৩. গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং (৪ মাস) ৪. ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং (৪ মাস) ৫. ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট উইথ ফ্রিল্যান্সিং (৬ মাস) ৬. এইচ. এস.সি আইসিটি সম্পূর্ণ বই (৪ মাস) ৭. ভিডিও ইডিটিং এবং ইউটিউব মার্কেটিং (৪ মাস) ৮. 2D অ্যানিমেশন কোর্স (৪ মাস) বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুনঃ ইমেজ পলিটেকনিক ইন্সটিটিউট কেরামতিয়া মসজিদ সংলগ্ন, মুন্সিপাড়া, রংপুর । মোবাইলঃ ০১৭১১৪৭৪০১৪, ০১৭৫৫০৬৭২১০, ০১৭০৪১৯৬১১২ স্থায়ী ক্যাম্পাসঃ খামাড়মোড়, পানসী কনভেনশন সেন্টার সংলগ্ন,কারমাইকেল কলেজ রোড,রংপুর। Email: imagegrouprangpur@gmail.com Facebook: https://www.facebook.com/imagepolytechnicinstitute Website: http://image.edu.bd/ YouTube: https://www.youtube.com/@imagegroupofeducation9128

  • Give a Reply

Recent News