Health Insurance
01-Jan-1970
Health Insurance
৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লেখাপড়া (দীর্ঘ সময়) করার সময় যে কোন মূহূর্তে একজন শিক্ষার্থী মারাত্বক অসুস্থ/দূর্ঘটনার সম্মখীন হতে পারে। ইমেজের ১০ বছরের অভিজ্ঞতার আলোকে প্রতিবছর অনেক শিক্ষার্থীই এই সমস্যার সম্মখীন হয় এবং অর্থনৈতিক কারণে চিকিৎসা সেবা নিতে পারে না। ইমেজ পলিটেকনিক ইন্সটিটিউট ২০২০-২১ শিক্ষাবর্ষে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহন করেছে, যা কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই স্বাস্থ্য বীমা বিরল।
*ইমেজে পড়া অবস্থায় কোন শিক্ষার্থী যে কোন ধরনের অপারেশন হলে প্রতিষ্ঠান শুধুমাত্র অপারেশনের ফির অর্ধেক অথবা সর্বোচ্চ পাঁচ হাজার (৫০০০/-) চার বছরে একবার প্রদান করা হবে।
*একজন শিক্ষাথীকে শুধুমাত্র কোর্স চলাকালীন সময়ে একবার প্রদান করা হবে।
*যে সকল শিক্ষার্থীর প্রতিষ্ঠানে ১ সেমিস্টারের অথবা সমপরিমানের অধিক টাকা বকেয়া থাকবে তাদের ক্ষেত্রে স্বাস্থ্য বীমা প্রজোয্য নয়।
*শুধুমাত্র অপারেশন হলে অথবা সড়ক দুর্ঘটানায় হাসপাতালে ভর্তি থাকলে স্বাস্থ্য বীমা প্রদান করা হবে।
*শিক্ষার্থীকে অবশ্যই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় অথবা অপারেশন পূর্বে প্রতিষ্ঠানকে অবহিত করতে হবে। প্রতিষ্ঠানে অবহিত করার পর প্রতিষ্ঠানের প্রতিনিধি পাঠানো হবে। অন্যথায় এই বীমা প্রদান করা হবে না।
*শিক্ষার্থীকে অবশ্যই প্রয়োজনীয় প্রমানপত্রসহ আবেদন করতে হবে। আবেদনের সত্যতা প্রমানিত হলে এই বীমার
আওতায় নিয়ম অনুযায়ী অর্থ প্রদান করা হবে।
*একজন শিক্ষাথীকে শুধুমাত্র অপারেশন ফির অর্ধেক অথবা সর্বোচ্চ ৫,০০০/- টাকা শুধুমাত্র একবার প্রদান করা হবে।
*কোন শিক্ষার্থী যে কোন পরিমান অর্থ একবার অর্জন করার পর ২য় বার আবেদন করতে পারবে না। ২য় বার আবেদন শাস্তিমূলক অপরাধ হিসাবে গন্য হবে।
* আবেদনপত্র মিথ্যা বা কোন রকম অসদউপায় অবলম্বন করলে আবেদন বাতিলসহ প্রতিষ্ঠান যে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে পারবে।
*একজন শিক্ষাথীকে শুধুমাত্র কোর্স চলাকালীন সময়ে ভর্তির পর ক্লাস শুরু থেকে ৪৮ মাস অর্থাৎ ৪ বছরেরর মধ্যে এই বীমা প্রযোজ্য বা প্রদান করা হবে। কোন শিক্ষার্থীর কোর্স সম্পন্ন করতে ৪ বছরের অধিক সময় লাগলে অধিক সময়ের মধ্যে এই বীমা প্রযোজ্য হবে না।
*মেয়েদের গর্ভকালীন সময়ে(সিজারসহ) কোন ধরণের স্বাস্থ্যবীমা প্রযোজ্য হবে না।