Education insurance

Education insurance

অনেক সময় প্রতিষ্ঠানে আবেদন আসে স্যার হাফ ফ্রি অথবা ফুল ফ্রি করার জন্য। কারণ জানতে চাইলে শিক্ষার্থীরা বলে স্যার আমার বাবা মারা গেছে। একটা ব্যবস্থা না করলে আমার স্বপ্ন পূরণ হবে না। আমার আর লেখাপড়া হবে না । সংসারে মা’সহ তিন/চার ভাই বোন নিয়ে মা আমাদের লেখাপড়া চালাতে পারবে না। অনেক সময় তাদের আবেদন অনুমোদন দেয়া সম্ভব হয়নি ফলে দেখা গেছে অনেক শিক্ষাথী আর লেখাপড়া চালাতে পারেনি। একদিন এক মার্কেটে আমাকে একজন সালাম দিল, বলল স্যার আমি আপনার কলেজের একজন ছাত্র ছিলাম। কপালটা অনেক খারাপ স্যার টাকা পয়সার জন্য আমার স্বপ্নের ইঞ্জিনিয়ার হওয়া হলো না। বাবা মারা যাওয়ার পর কলেজের খরচ চালাতে পারেনি আমার মা। খুব কষ্ট হয় এইসব কথা শুনলে। ইমেজ পলিটেকনিক ইন্সটিটিউট সেই সব শিক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষার্থীদের লেখাপড়া করা যেন বন্ধ হয়ে না যায় সেই জন্য প্রতিষ্ঠানে শিক্ষা বীমার ব্যবস্থা করেছে। ইমেজে লেখাপড়া চলাকালীন সময়ে কোন শিক্ষার্থীর অভিভাবকের (যিনি পড়ালেখার খরচ বহন করবে) মৃত্যবরণ করে তাহলে শিক্ষার্থীদের যে সকল সুযোগ-সুবিধা থাকছেঃ
*প্রতিষ্ঠানের খরচ বহন করে এমন (ভর্তি ফরমে উল্লেখিত) অভিভাবকের মৃত্য হলে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসহ (প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরম/চাহিদা অনুযায়ী) আবেদন করতে হবে। এখানে উল্লেখ্য যে আবেদন করার পর থেকে এবং প্রতিষ্ঠান কর্তৃক যাচাই-বাছাই করার পর আবেদনপত্রের সত্যতা প্রমানিত হলে নিয়মানুযায়ী শিক্ষা বীমা চালু হবে।
*শিক্ষা বীমার আবেদন প্রমানিত না হলে/কেউ যদি মিথ্যা তথ্যের মাধ্যমে আবেদন করে তাহলে তার আবেদন বাতিল হবে এবং প্রতিষ্ঠান যে কোন কঠিন শাস্তিমূলক সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে।
*সেমিস্টারের মধ্যবর্তী সময়ে মৃত্যবরণ করলে সেই সেমিস্টারের সম্পূর্ণ ফি পরিশোধ করতে হবে এবং পরবর্তী সেমিষ্টার থেকে প্রতিষ্টানের খরচের অর্ধেক বা ৫০% শিক্ষাবীমা সেমিস্টার ভিত্তিক প্রদান করা হবে।
*আবেদনকারীকে সেমিস্টারে সমাপনী পরিক্ষায় শুধুমাত্র সকল বিষয়ে পাশ করবে হবে। কোন সেমিস্টারে ফেল করলে বা রেফার্ড পেলে ওই সেমিস্টারে শিক্ষা বীমা প্রদান করা হবে না। পরবর্তী সেমিস্টারে পাশ করলে এবং আবেদন করলে শিক্ষা বীমা প্রদান করতে হবে।
*কারিগরি বোর্ডে/সরকারী যেকোন খরচ এই শিক্ষা বীমার আওতায় পরবে না অর্থাৎ এই সকল খরচ শিক্ষার্থীদের বহন করতে হবে।
*অভিবাবকের মৃত্যর পর সর্বোচ্চ একমাসের মধ্যে আবেদন করতে। এক মাসের পর আবেদন গ্রহন করা হবে না।
*যে সেমিস্টারে অভিবাবক মারা যাবে সেই সেমিস্টারের সম্পূর্ণ টাকার্ ভর্তির সময় নিয়োম -অনুযায়ী সকল পাওনা/বকেয়া পরিশোধ করতে হবে। বকেয়া পরিশোধ না করলে শিক্ষা বীমা চালু করা হবে না।
* শিক্ষা বীমা অর্জনকারী শিক্ষার্থীকে একটি শিক্ষা বীমা কার্ড প্রদান করা হবে। এই কার্ড সংরক্ষন করতে হবে। প্রতি বার আবেদন করার সময় এর ফটোকপি জমা দিতে হবে। উল্লেখ্য যে প্রতি সেমিস্টারে শিক্ষা বীমার জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। ২য় বার এই বীমার জন্য শুধুমাত্র পরীক্ষার ফলাফল ও বীমা কার্ড আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। ,bc.*যে কোন বীমা ৪ বছরের জন্য কার্যকর থাকবে। কোন শিক্ষার্থীর কোর্স শেষ করতে ৪ বছরের বেশী সময় লাগে কার জন্য কোন বীমা প্রযোজ্য নয়।

Download