Corona Package
01-Jan-1970
Corona Package
বিশ^ আজ করোনা মহামারীর কারণে স্থবির। বাংলাদেশ ও তার বাহিরে নয়। আমাদের দেশে এমন কেউ নাই যে করোার কারণে স্খতিগ্রস্থ হয়নি। উত্তরাঞ্চলের লোকজন এমনিতেই পিছিয়ে আছে , করোনা আরো পিছিয়ে দিয়েছে।। এমতাবস্থায় সন্তানদের লেখাপড়া চালু রাখতে অনেক পরিবার হিমশিম খাচ্ছে। এমন ও পরিবার আছে তারা ভাবছে সন্তানটিকে আর লেখাপড়া করানো হলো না। ইমেজ পলিটেকনিক ইন্সটিটিউট সেই সমস্ত পরিবারের পাশে থাকতে চায় বিধায় তাদের সন্তানদের লেখাপড়া যে বন্ধ হয়ে না যায় সেই কারনে করোনা প্যাকেজের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ দিচ্ছে। আমরা মনে করছি যে, এই মূহূর্তে যে সকল পরিবারের হাতে বেশী টাকা নেই কিন্তু সন্তানকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াতে ভয় পাচ্ছেন তাদের জন্য প্রথম বছরে প্রতি মাসে স্বাভাবিক খরচের অর্ধেক প্রদান করে প্রথম বছর পড়তে পারবেন। অবশিষ্ট কোর্স ফি সিডিউল করে নিয়োমিত পরিশোধ করতে হবে।
Download