২০৪১ সালের সরকারের ভিশন বাস্তবায়নে স্মার্ট ও দক্ষ ইঞ্জিনিয়ার তৈরীর লক্ষ্য নিয়ে.. ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর এ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে।


আমাদের কোর্সসমূহঃ
(১) সিভিল (২) কম্পিউটার (৩) ইলেকট্রিক্যাল (৪) মেকানিক্যাল
(৫) আর্কিটেকচার (৬) টেক্সটাইল

সবুজে ঘেরা সুবিশাল নিজস্ব দৃষ্টিনন্দন আধুনিক ক্যাম্পাস ও সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ক্লাস রুম।

উপবৃত্তির মাধ্যমে কম খরচে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ।

দক্ষ ও অভিজ্ঞা সনদধারী শিক্ষক দ্বারা পাঠদান।

লাইব্রেরী, মাল্টিমিডিয়া ক্লাসরুম, মান সম্মত অত্যাধুনিক ৯ টি ল্যাব।

বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও বনভোজন।

গরীব শিক্ষার্থীদের বিশেষ ছাড়।

শিক্ষার্থীদের জন্য ফ্রী ইন্টারনেট।

সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।

দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা।

শতভাগ ক্লাস/ পরীক্ষা / গ্রুপ অ্যাসাইনমেন্ট করার সুবিধা।

অভিভাবকদের সাথে সাক্ষাৎ।

ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এবং মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার মান নিশ্চিত করা।

কোর্স শেষে চাকুরীতে সহায়তা করা। Job Placement Cell – এর মাধ্যমে পাশকৃত সকল ছাত্র-ছাত্রীদের চাকরি প্রাপ্তি নিশ্চিত করে।

স্বনামধন্য প্রতিষ্ঠান সমূহে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ব্যবস্থা।

সম্পূর্ণ রাজণীতি ও ধূমপানমুক্ত ক্যাম্পাস।

এছাড়াও self-improvement, Reunion, Complain Box, Calling Facility, Discipline, Friendly Environment দিকে প্রতিনিয়ত তদারকি করা হয়।

দক্ষ জন শক্তি ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।।


বিস্তারিত জানতে এবং ভর্তির জন্য যোগাযোগ করুন –
ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট ,
খামার মোড়, কলেজ রোড,রংপুর।
মোবাইল – 01704196110, 01704196114, 01704196156