Course Details
ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
ভর্তির যোগ্যতা
- যে কোন বিভাগ থেকে ২০১৪ হতে ২০২৩ সালের মধ্যে SSC পাশ ও জিপিএ নূন্যতম ২.০০ থাকতে হবে।
- HSC পাশকৃত (বিজ্ঞান ও উচ্চতর গণিত) শিক্ষার্থীরা সরাসরি ৩য় সেমিস্টারে ভর্তি হতে পারবে।
- ভোকেশনাল হতে ঐঝঈ পাশকৃত শিক্ষার্থীরা সরাসরি ৪র্থ সেমিস্টারে ভর্তি হতে পারবে।
ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
মেকানিক্যাল টেকনোলজি বলতে যন্ত্র কৌশলকে বুঝায়। আবার যন্ত্র কৌশল বলতে কোন মেশিন বুঝায় বা যার সাহায্যে কোন যানবাহন পরিচালনা করা হয়। মেশিনের সাহায্যে উৎপাদনমুখী সকল কল-কারখানা পরিচালিত হচ্ছে। মানব সভ্যতার ঊষালগ্ন থেকে শুরু হয়ে আধুনিক উন্নয়নের ধারক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই টেকনোলজিতে অত্র প্রতিষ্ঠানে ব্যবহারিক সকল উপকরণ সমূহ পর্যাপ্ত পরিমাণ থাকায় তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসের মাধ্যমে সৃষ্টি হয় একজন যোগ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকুরিসহ আত্মকর্মসংস্থান ও উচ্চতর শিক্ষা গ্রহণের রয়েছে সূবর্ণ সুযোগ।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কর্মক্ষেত্র সমূহ :-
বৃহত্তর সরকারি প্রতিষ্ঠান যেমন : Roads and Highway Department (R&HD), Railway Department, Public works
Department (PWD), Public Health Engineering Department (PHED), LGED ইত্যাদিতে Sub Assistant Engineer
পদে চাকুরির সুযোগ রয়েছে।
দেশের বৃহত্তর অন্যান্য সরকারি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান যেমন: Water Development Board (WDB), Power Development Board
(PDB), DESCO, DPDC, PGCB, WASA, City Corporation ইত্যাদিতে Sub Assistant Engineer পদে চাকুরীর সুযোগ
রয়েছে ।
বেসরকারি প্রতিষ্ঠান যেমন: দেশের বিভিন্ন Real estate Sector, Land Development sector গুলোতে, ব্যাংক, হাসপাতালসহ যে
কোন শিল্পকারখানার অবকাঠামো তৈরী করতে ডিপোমা সিভিল ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র রয়েছে। সরকারি ও বেসরকারি পলিটেকনিক
গুলোতে জুনিয়ার ইন্সট্রাক্টর হিসেবে অসংখ্য চাকুরির সুযোগ রয়েছে। নিজস্ব Consultant firm সৃষ্টির মাধ্যমে সে নিজের ও অন্যের
কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।
বিদেশে চাকুরির ক্ষেত্রসমূহ : বিভিন্ন দেশে যেমন-সংযুক্ত আরব আমিরাত (দুবাই, আবুধাবী, শারজাহ্, আর এ কে), সিঙ্গাপুর, মালেলেশিয়া,
কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকাসহ আরো অনেক দেশে তাদের অবকাঠামো তৈরীর জন্য বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকুরির সুযোগ দিচ্ছে।
