



.jpg)
ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট এর নিজস্ব ক্যাম্পাসের অবস্থান
ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট এর রয়েছে নিজস্ব ক্যাম্পাস। যা রংপুরের প্রাণকেন্দ্র কারমাইকেল কলেজ রোড, খামার মোড়ে অবস্থিত। ভবনটি ৫০,০০০ স্কয়ার ফিট জুড়ে দশ তলা ভিত্তিতে স্থাপিত। ভবনটি উচ্চ মানের আন্তর্জাতিক ডেকোরেশন দ্বারা সজ্জিত। এখানে রয়েছে প্রশস্থ ক্লাসরুম, লাইব্রেরী, ক্যান্টিন ও নামাজ ঘর। ভবনটি রংপুর শহরের প্রধান সড়কের পাশে হওয়ায় যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। এটি কারমাইকেল কলেজ বা লালবাগ থেকে উওর দিকে খামার মোড়ে, শাপলা চত্তর থেকে দক্ষিণ দিকে চারতলা মোড় পার হয়ে, রংপুর রেলওয়ে স্টেশন থেকে পশ্চিম দিকে খামার মোড়, বিদ্যুৎ ভবনের বিপরীতে এবং কেন্দ্রীয় বাস র্টামিনাল থেকে পূর্ব দিকে শাপলা চত্তর থেকে কুড়িগ্রাম বাসস্ট্যান্ড পার হয়ে অবস্থিত।
Read Moreটেকনোলজি সমূহঃ-








Students
Courses
Events
Teachers
যে সকল বৈশিষ্টের জন্য ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট সেরাঃ
- রংপুর বিভাগে একমাত্র বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, যার চেয়ারম্যান একজন বুয়েট ইঞ্জিনিয়ার (সিভিল) এবং অধ্যক্ষ একজন বুয়েট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)।
- আমাদের রয়েছে আধুনিক ও দৃষ্টিনন্দন নিজস্ব ক্যাম্পাস, সকল শিক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য সুন্দর পরিবেশ ও বিশাল জায়গা।।
- অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক সমমানের ওয়ান স্টপ সেবা প্রদান করা হয়।
- আমাদের প্রতিষ্ঠানে অভিজ্ঞ ও দক্ষতা সনদ ধারী শিক্ষক দ্বারা ক্লাস পরিচালনা করা হয়।
- বোর্ড বৃত্তির পাশাপাশি নিজস্ব মেধা বৃত্তির ব্যবস্থা।
- প্রতিটি টেকনোলজির জন্য রয়েছে আলাদা আলাদা প্রাক্টিক্যাল ল্যাব এবং সকল ব্যবহারিক ক্লাস করানোর প্রয়োজনীয় যন্ত্রপাতি। আরো আছে দুইটি আধুনিক মানের শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব।
- আমাদের প্রতিষ্ঠানে রয়েছে আন্তর্জাতিক মানের লাইব্রেরী।
- গাইড টিচারের মাধ্যমে অভিভাবকগণের সাথে যোগাযোগ রাখা, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি, পরীক্ষার ফলাফল ইত্যাদি অবহিত করা।
- ক্লাসে নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় উৎসাহী, দূর্বল শিক্ষার্থীদের দূর্বলতা দূরীকরণে বিষয়ভিত্তিক অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা। মেসের পরিবেশ পর্যবেক্ষণের জন্য অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা সমন্বয়ে নিয়মিত মেস পরিদর্শন।
- ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের (NSDA) কোর্স এর মাধ্যমে বিভিন্ন দক্ষতার ট্রেনিং করানো হয় এবং সনদ প্রদান করা হয়। ফলে সকল শিক্ষার্থী স্মার্ট ও দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে পাশ করে বের হয়।
- প্রতিটি শিক্ষার্থীকে মটিভেশনাল ক্লাস, স্পোকেন ইংলিশ, স্মার্ট যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে স্মার্ট ইঞ্জিনিয়ার তৈরি করা এবং জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে শতভাগ শিক্ষার্থীদের চাকুরী সহায়তা করা হয়।