



.jpg)
ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট এর নিজস্ব ক্যাম্পাসের অবস্থান
ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট এর রয়েছে নিজস্ব ক্যাম্পাস। যা রংপুরের প্রাণকেন্দ্র কারমাইকেল কলেজ রোড, খামার মোড়ে অবস্থিত। ভবনটি ৫০,০০০ স্কয়ার ফিট জুড়ে দশ তলা ভিত্তিতে স্থাপিত। ভবনটি উচ্চ মানের আন্তর্জাতিক ডেকোরেশন দ্বারা সজ্জিত। এখানে রয়েছে প্রশস্থ ক্লাসরুম, লাইব্রেরী, ক্যান্টিন ও নামাজ ঘর। ভবনটি রংপুর শহরের প্রধান সড়কের পাশে হওয়ায় যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। এটি কারমাইকেল কলেজ বা লালবাগ থেকে উওর দিকে খামার মোড়ে, শাপলা চত্তর থেকে দক্ষিণ দিকে চারতলা মোড় পার হয়ে, রংপুর রেলওয়ে স্টেশন থেকে পশ্চিম দিকে খামার মোড়, বিদ্যুৎ ভবনের বিপরীতে এবং কেন্দ্রীয় বাস র্টামিনাল থেকে পূর্ব দিকে শাপলা চত্তর থেকে কুড়িগ্রাম বাসস্ট্যান্ড পার হয়ে অবস্থিত।
Read Moreইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট এর চেয়ারম্যান স্যারের বাণী

ইঞ্জি. মো. আলমামুন আখতারুজ্জামান
বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (বুয়েট)
কর্মমুখী শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশের শিক্ষা ব্যবস্থায় অবদান রাখতে ইমেজ
পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০১১ সাল থেকে পথ চলা। বিশ্বায়নের এই যুগে কর্মমুখী শিক্ষার
বিকল্প নাই। নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র পরীক্ষিত মাধ্যম হচ্ছে কর্মমুখী শিক্ষা। যার অন্যতম হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে শিক্ষার্থী নিজ ও দেশের কর্মক্ষেত্রে সরাসরি অবদান
রাখার সুযোগ পাবে।
আজকের তরুণরাই আগামী দিনে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। বাংলাদেশের মোট
জনসংখ্যার এক-তৃতীয়াংশই তরুণ। সার্বিকভাবে শিক্ষিতদের মধ্যে অধিকাংশই বেকার।
আমাদের দেশে চাকরির বাজারের সঙ্গে শিক্ষাব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ নয়। শুধু কর্মসংস্থান নয়,
উনড়বয়নের জন্যও প্রয়োজন কর্মমুখী শিক্ষা। সাধারণ শিক্ষার অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে কারিগরি
শিক্ষার গুরুত্ব বেড়েছে। বর্তমানে সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার অগ্রযাত্রার ফলেই
পৃথিবী দ্রুত উনড়বতির দিকে এগিয়ে চলছে। তাই কর্মমুখী শিক্ষা উনড়বতি ও উনড়বয়নের জন্য
অপরিহার্য। আর দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করাতে হলে
কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কর্মমুখী শিক্ষায় দক্ষ জনশক্তিকে বিদেশে
পাঠিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তাই এ শিক্ষার আরও প্রসার প্রয়োজন। এই
লক্ষ্যে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটে অভিজ্ঞ ও দক্ষাতার সনদধারী শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাস
পরিচালনা করা হয়। ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের (NSDA) কোর্স
এর মাধ্যমে বিভিন্ন দক্ষতার ট্রেনিং করানো হয় এবং সনদ প্রদান করা হয়। ফলে সকল শিক্ষার্থী
স্মার্ট ও দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে পাশ করে বের হয়। উত্তরবঙ্গের বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে
ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে প্রতিবছর শিক্ষার্থীরা উচ্চ
শিক্ষার জন্য ডুয়েট, বিটেক ও বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে চান্স পেয়ে থাকে।
ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট সাফল্যের সাথে আগামীর পথে স্মার্ট ও দক্ষ কারিগর গড়ার
লক্ষ্যে কর্মমুখী শিক্ষার উনড়বয়নের জন্য কাজ করে যাচ্ছে।
ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ স্যারের বাণী

ইঞ্জি. মো. জাকির হোসেন
বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (বুয়েট)
লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ-তলাবিহীন ঝুড়ির দেশ খ্যাত বাংলাদেশ আজ
নিবিড় আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে উনড়বীত। অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ- কৃষি,
শিল্পকারখানা, স্বাস্থ্য সব খাতেই কারিগরি জ্ঞানের প্রয়োগ ও পরিশ্রমেরই ফসল। পৃথিবীর সবচেয়ে
স্থিতিশীল অর্থনীতির দেশ জার্মানীর শিক্ষিত জনগোষ্ঠির মোট ৬৪ শতাংশ কারিগরি শিক্ষায় শিক্ষিত।
তাই মধ্যম আয়ের দেশ হতে উনড়বত দেশে রূপান্তরের জন্য বিশাল জনগোষ্ঠিকে কারিগরি শিক্ষায়
শিক্ষিত করার বিকল্প নেই। উনড়বয়ন অগ্রগতিতে পিছিয়ে পড়া উত্তরবঙ্গকে উনড়বয়নের মূলধারায় শামিল
করার জন্য এই অঞ্চলে কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার ও প্রচার প্রয়োজন। কারিগরি জ্ঞান অর্জন ও
প্রয়োগের মাধ্যমে বেকারত্ব দূর করে কাঙ্খিত উনড়বয়নে শামিল হওয়া সম্ভব। এজন্য বর্তমান সরকার
কারিগরি শিক্ষাকে জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি
বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে ব্যাপক প্রণোদনা দিচ্ছে। সরকারের এই মহতী উদ্যোগে শামিল হওয়ার
লক্ষ্যে ২০১১ সালে রংপুর নগরীর প্রাণকেন্দ্রে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়।
দেখতে দেখতে আজ এই প্রতিষ্ঠানটি ০১ যুগ পেরিয়ে সফলতার সাথে মাথা উঁচু করে দাড়িয়ে
আছে। ইতি মধ্যে অত্যন্ত সফলতার সাথে ০১ যুগ পূর্তি অনুষ্ঠান এবং আধুনিক সুযোগ সুবিধা
সম্বলিত দৃষ্টি নন্দন নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সম্পনড়ব হয়েছে। প্রতিষ্ঠানের সুযোগ্য চেয়ারম্যান
ইঞ্জিনিয়ার মোঃ আলমামুন আখতারুজ্জামান প্রতিষ্ঠানের ভিশন হিসেবে স্থির করেছেন রংপুরের বুকে
আর্ন্তজাতিক মানের বেসরকারি পলিটেকনিক হিসেবে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটকে প্রতিষ্ঠিত
করা এবং মিশন হচ্ছে আর্ন্তজাতিক মানের বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে রূপান্তরের লক্ষ্যে
সকল শিক্ষককে প্রয়োজনীয় ট্রেনিং এর মাধ্যমে অধিকতর দক্ষ ও স্মার্ট করে গড়ে তুলে শিক্ষার্থী ও
অভিভাবকদের আন্তর্জাতিক মানের সেবা প্রদান এবং পাশকৃত শিক্ষাথীদের জন্য জব প্লেসমেন্ট
করার ব্যবস্থা করা।
গত এক যুগে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত-ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী,
শুভাকাঙ্খী সকলের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এই প্রতিষ্ঠানটি আগামী
দিনে উত্তরবঙ্গে কারিগরি শিক্ষার প্রসার ও প্রচারে ব্যাপক ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি।
টেকনোলজি সমূহঃ-








Students
Courses
Events
Teachers
যে সকল বৈশিষ্টের জন্য ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট সেরাঃ
- রংপুর বিভাগে একমাত্র বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, যার চেয়ারম্যান একজন বুয়েট ইঞ্জিনিয়ার (সিভিল) এবং অধ্যক্ষ একজন বুয়েট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)।
- আমাদের রয়েছে আধুনিক ও দৃষ্টিনন্দন নিজস্ব ক্যাম্পাস, সকল শিক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য সুন্দর পরিবেশ ও বিশাল জায়গা।।
- অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক সমমানের ওয়ান স্টপ সেবা প্রদান করা হয়।
- আমাদের প্রতিষ্ঠানে অভিজ্ঞ ও দক্ষতা সনদ ধারী শিক্ষক দ্বারা ক্লাস পরিচালনা করা হয়।
- বোর্ড বৃত্তির পাশাপাশি নিজস্ব মেধা বৃত্তির ব্যবস্থা।
- প্রতিটি টেকনোলজির জন্য রয়েছে আলাদা আলাদা প্রাক্টিক্যাল ল্যাব এবং সকল ব্যবহারিক ক্লাস করানোর প্রয়োজনীয় যন্ত্রপাতি। আরো আছে দুইটি আধুনিক মানের শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব।
- আমাদের প্রতিষ্ঠানে রয়েছে আন্তর্জাতিক মানের লাইব্রেরী।
- গাইড টিচারের মাধ্যমে অভিভাবকগণের সাথে যোগাযোগ রাখা, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি, পরীক্ষার ফলাফল ইত্যাদি অবহিত করা।
- ক্লাসে নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় উৎসাহী, দূর্বল শিক্ষার্থীদের দূর্বলতা দূরীকরণে বিষয়ভিত্তিক অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা। মেসের পরিবেশ পর্যবেক্ষণের জন্য অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা সমন্বয়ে নিয়মিত মেস পরিদর্শন।
- ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের (NSDA) কোর্স এর মাধ্যমে বিভিন্ন দক্ষতার ট্রেনিং করানো হয় এবং সনদ প্রদান করা হয়। ফলে সকল শিক্ষার্থী স্মার্ট ও দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে পাশ করে বের হয়।
- প্রতিটি শিক্ষার্থীকে মটিভেশনাল ক্লাস, স্পোকেন ইংলিশ, স্মার্ট যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে স্মার্ট ইঞ্জিনিয়ার তৈরি করা এবং জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে শতভাগ শিক্ষার্থীদের চাকুরী সহায়তা করা হয়।
ভিডিও গ্যালারী
Testimonials
What are they saying

Saul Goodman
Ceo & Founder
Proin iaculis purus consequat sem cure digni ssim donec porttitora entum suscipit rhoncus. Accusantium quam, ultricies eget id, aliquam eget nibh et. Maecen aliquam, risus at semper.

Sara Wilsson
Designer
Export tempor illum tamen malis malis eram quae irure esse labore quem cillum quid cillum eram malis quorum velit fore eram velit sunt aliqua noster fugiat irure amet legam anim culpa.

Jena Karlis
Store Owner
Enim nisi quem export duis labore cillum quae magna enim sint quorum nulla quem veniam duis minim tempor labore quem eram duis noster aute amet eram fore quis sint minim.

Matt Brandon
Freelancer
Fugiat enim eram quae cillum dolore dolor amet nulla culpa multos export minim fugiat minim velit minim dolor enim duis veniam ipsum anim magna sunt elit fore quem dolore labore illum veniam.

John Larson
Entrepreneur
Quis quorum aliqua sint quem legam fore sunt eram irure aliqua veniam tempor noster veniam enim culpa labore duis sunt culpa nulla illum cillum fugiat legam esse veniam culpa fore nisi cillum quid.