Course Details

ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং

ভর্তির যোগ্যতা

  • যে কোন বিভাগ থেকে ২০১৪ হতে ২০২৩ সালের মধ্যে SSC পাশ ও জিপিএ নূন্যতম ২.০০ থাকতে হবে।

  • HSC পাশকৃত (বিজ্ঞান ও উচ্চতর গণিত) শিক্ষার্থীরা সরাসরি ৩য় সেমিস্টারে ভর্তি হতে পারবে।

  • ভোকেশনাল হতে ঐঝঈ পাশকৃত শিক্ষার্থীরা সরাসরি ৪র্থ সেমিস্টারে ভর্তি হতে পারবে।

ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি

তথ্য প্রযুক্তি বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। আধুনিক এই যোগাযোগ ব্যবস্থায় আমাদের জীবন যাপনের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট।
এই পরিবর্তনশীল সময়ের সাথে এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে এল কম্পিউটার প্রযুক্তি। প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে আত্মনির্ভরশীল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে হলে কম্পিউটার সায়েন্স টেকনোলজি পড়ার বিকল্প কিছু হতে পারে না।
একমাত্র কম্পিউটার টেকনোলজিই পারে বহুমুখি কর্মসংস্থানের সুযোগ করে দিতে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কম্পিউটার টেকনোলজি অপরিহার্য। ২০১১ সালে প্রতিটি কোর্সে কম্পিউটার বাধ্যতামূলক করা হয়েছে।
সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহে ই-গভর্নেস চালু করতে যাচ্ছে, সেহেতু অনুমান করা যাচ্ছে যে, কম্পিউটার টেকনোলজি কর্মসংস্থানের ব্যাপ্তি কত বিশাল হতে পারে।
ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনাকে সামিল করবে এই কম্পিউটার প্রযুক্তিবিদদের প্রথম সারিতে।
এই কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রী হবে অবারিত কম্পিউটার সম্পর্কিত কর্ম ক্ষেত্রে প্রবেশের আপনার প্রথম চাবিকাঠি।
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর কর্মক্ষেত্র সমূহঃ-
দেশে বিদেশে Computer Software Company গুলোতে Assisstant Programmer পদে চাকুরির সুযোগ আছে।
সরকারি বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠানের Hardware Engineering And Assistant Networking Administrator পদে প্রচুর চাকুরীর সম্ভাবনা আছে। বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক গুলোতে Maintenance And IT Officer পদে চাকুরির সুযোগ আছে।
বিভিন্নPrint Media and Electronics Media তে Graphics Design, Hardware Engineering, Animation Programmer And Network Engineering পদে প্রচুর চাকুরির সুযোগ আছে।
বর্তমানে যে কোন মোবাইল কোম্পানি ও ওয়ার্লেস কোম্পানিতে প্রচুর চাকুরির সুযোগ রয়েছে। বেসরকারি পলিটেকনিক গুলোতে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ও ভোকেশনাল ইনস্টিটিউট গুলোতে ইন্সট্রাক্টর পদে অসংখ্য চাকুরির সুযোগ রয়েছে।